আমি আজ যুদ্ধক্লান্ত
শরীরে বল্লমের আঘাত স্পষ্ট
কালো এবং অস্পষ্ট অসংখ্য আঘাত
শানিত তরবারির শব্দে
এখন কোনো আলোড়ন নেই


এখন আর কোনো উল্লাস নেই
চোখ যেন স্থির হয়ে আছে
কিছু অভিশাপ কুড়িয়ে বাড়িয়ে
যেটুকু করেছি অর্জন
এখন তাদের সভা বসে নিঃশব্দে


এখন শুধুই গ্লানি চারিদিকে
হৃদয় অনেক বেশী রক্তাক্ত এখন
চোখে মুখে হতাশা এঁকে রাখি
আর নিঃশব্দে ভেঙে পড়ি সময় সময়
শিরায় শিরায় এখন গভীর জখম


বড়ো বেশী যুদ্ধক্লান্ত হয়ে গেছি আজ…


আমি ৮