আমি গ্লানিহীন নাগরিক এই শহরের
বোধবুদ্ধিহীন ভীড় ছেয়ে আছে
চারিদিক চারিপাশে ধূ ধূ মরুভূমির মতন
বিরোধের অবসান হলে
সবার চোখ ঝাপসা হয়ে ওঠে


কেউ নেই চারিদিকে
তীব্র কোনো কৌতুহল নেই
নগণ্য এক মানুষের ঢল নেমে আসে
কোনো এক বিভীষিকাময়
অন্ধকার নেমে এলে বুকে


ক্ষণজন্মা হারিয়ে যায় চিরতরে
সব খনিরা জলশুণ্য
একদিন ফুল ফুটবে বলে
স্বপ্ন দেখেছিল কেউ
মরীচিকা ভর্তি করে আলেয়ার সুখে


কেউ নেই কোথাও তাই গ্লানিহীন…


আমি ৯