শীর্ণ ঝাঊ পেয়েছিল প্রশ্রয়-
বালুকার বুকে খুঁজেছিল অাশ্রয়;
ঝুরো বালি তারে রাখতে পারেনি ধরে-
শক্ত মাটি যে ছিলো অনেক গভীরে !
শেকড় ঝাঊয়ের গাঁথা ছিলো সেইখানে-
ফিরে গেলো সে শেকড়ের সন্ধানে ৷
দুরন্ত ঝড়ে সে যদিও বা ভেঙে পড়ে,
তনুগাত্রীর টান বাঁধা থাকে যে শেকড়ে !
বালুতে বৃথা সে মরেছিল জল খুঁজে-
ভিজে মাটি শুধু প্রয়োজন তার বোঝে ৷৷