অমন করে চেয়ো না স্বপ্নঘোরে
মন মৃগনয়নী   ,
এখনো রাতের তারা লুপ্ত হয়নি -
চেয়ে আছে চাঁদের পানে ,
জেগে আছে বাসর ঘরে অতৃপ্ত ধরণী ।


কালো মেঘ ভারী হয়ে তোমার ঘন চুলে
বৃষ্টি এখনো ঝরেনি ,
কত ফুল তোমার গন্ধ আবেশে বসে
ভ্রমরের মন এখনো মরেনি ,
ফুল ফোটানোর গল্প নিয়ে
পাগল বাতাস এখনো ছোটে
দুরু বুক ভরানোর কথা এখনো মনে পড়েনি ।
লজ্জা পাবে হরিণের দল
অমন করে চেয়ো না স্বপ্নঘোরে
মন মৃগনয়নী ।


পড়ে মনে সেই ঢেউ ভাঙ্গা কিনারায়
মেলা বসেছিল সব দেয়া নেয়ায় ,
পরীরা এসেছিল স্বপ্ন নিয়ে ডানায়
লুকোচুরি খেলা চলে জানা অজানায় ।
হঠাত আকাশে সেদিন
দিনের আলো হল সবে ক্ষীণ ,
উঠেছিল ঝড় নীল নদের পাড়ে
ফুলের ডিঙ্গা ভেঙ্গে পরে
বালুময় তীরে ।
দূর আকাশের কোণে কালো মেঘ হল ভারী ,
হাতে রাখা হাত ছুটে গেল সাথ
কোথায় হারিয়ে গেল সেই নীলপরী !


আজও সেথা ছেঁড়া পদ্মপাতা
লেখা আছে তোমার কাজল কণায়
কত স্মৃতি, কত প্রেমগাঁথা ।
আজও সেই বসে আছো আঁধার মরুপথে
বলেছিলে - এই পথ শেষ হবে চলা
হাতে রেখে হাত তোমার হাতে ।
বিরহের হাওয়া বহে মন অভিমানী
তাই রাতের শেষে দিন এখনো হয়নি
অমন করে চেয়ো না স্বপ্নঘোরে
মন মৃগনয়নী ।