বাংলা কবিতা-কবি ও কবিতার ওয়েবসাইট এর সদস্য হিসেবে এক বছর পূর্তিতে, ১০০ কবিতার উপর আলোচনা করার কিছু অভিজ্ঞতা শেয়ার করছি । নানা ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে দিনে দিনে শততম কবিতা আলোচনা করা হয়ে গেল। খুব মনে পড়ে, অন্যদের কবিতায় এবং কবিতা আলোচনার পাতায় প্রথম যখন মন্তব্য করছিলাম, আগ্রহ ছিল একদিন আমিও আলোচনার পাতায় অংশগ্রহণ করবো, তখন অনেকেই খুব অনুপ্রানিত করেছিল বিশেষ করে কবি অনুরুদ্ধ বুলবুল খুব করে অনুপ্রেরণা দিয়েছিল, সমীর প্রামানিক সহ অনেকেই আমার আলোচনার উপর অনুপ্রেরণামূলক মন্তব্য দিয়ে আরও বেশী অনুপ্রেরণা দিয়েছিল। সবার কাছে আমার বিশেষ কৃতজ্ঞতা  রইলো।


প্রথম কবিতা  আলোচনা করেছিলাম কবি অনুরুদ্ধ বুলবুল এর ‘দহনের সুখ’ দিয়ে। খুব ভয়ে ভয়ে পোস্ট দিয়েছিলাম, আমার মত নবীন এক লেখক কতটা সাহস নিয়ে কবি অনিরুদ্ধ বুলবুল এর কবিতার উপর আলোচনা করি, অপেক্ষা করছিলাম মন্তব্যের জন্য, কিছু বানান ভুল সংশোধন করে দিলেন, আবারও অনুপ্রেরণা দিলেন নিয়মিত লেখার জন্য। উৎসাহ পেয়ে, লিখতে শুরু করলাম, একে একে আসরের অনেক বিখ্যাত সব কবি’দের কবিতার উপর আলোচনা সাহস করে প্রকাশ করতে থাকলাম, গতকাল শততম আলোচনা পূর্ণ হোল।


আলোচনার জন্য কবিতা নির্বাচন করতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়েছি, প্রতিদিন প্রকাশিত সব কবিতা পড়া হয় না, কিছু কবিতা ভাল লাগে কিন্তু পুরোটা বুঝি না, কবিতা আলোচনা করার জন্য যতটা জ্ঞান এবং দক্ষতা থাকা দরকার সেটা তো নেই, তাই যে কবিতাগুলো খুব ভাল ভাবে বুঝেছি বলে নিজের কাছে মনে হয়েছে,  হয়তো কবিতার ব্যাকরণে তা খুব ভাল নাও হতে পারে কিন্তু আমার কাছে খুব ভাল লেগেছে, আত্মবিশ্বাস পেয়েছি আলোচনা করার জন্য, সেগুলোই প্রথম বিবেচনায় নির্বাচন করেছি।


প্রথম থেকেই ভাবছিলাম, আলোচনার কাঠামো কেমন হতে পারে, এর মধ্যে প্রায় প্রতিদিন পাতা থেকে অন্যদের আলোচনা পড়ে পড়ে নিজের পরিপক্কতা বাড়ানোর চেষ্টা করেছি, নিজের মত করে নিজস্ব এক কাঠামো দাড় করানোর চেষ্টা করেছি। প্রত্যেক কবিই কবিতায় কোন কোন বক্তব্য পাঠকের কাছে রাখতে চান, একেক জন একেকভাবে সে বক্তব্য উপস্থাপন করেন, কেউ অনেক বেশী রূপক ব্যবহার করেন আবার কেউ বা প্রতিদিনের কথোপকথনের ভঙ্গিতে লিখেন, কেউ বা গল্প বলার ভঙ্গীতে লিখেন। খুব বেশী রূপক ব্যবহৃত কবিতা আমাকে খুব বেশী টানে না, আবার বক্তব্য বিহীন কবিতা, শুধু কবিতা লেখার জন্যই লেখা এমন কবিতাও আমাকে আকর্ষণ করে না। অন্যদিকে ব্যাকরণ মেনে চলা কবিতা অনেক সময়ই খুব ভাল বুঝি না । যে কবিতা পাঠকের বুঝতে কষ্ট হয় আমি সে জাতীয় কবিতা ইচ্ছে করেই এড়িয়ে চলি, অনেক কষ্ট করে বুঝতে চেষ্টাও করি না। একেবারেই আমার নিজের ভাল লাগা কিংবা পছন্দের উপর ভিত্তি করেই কবিতা নির্বাচন করেছি এর সাথে কবিতার মান কিংবা ভাল মন্দের কোন সম্পর্ক নেই।


কবিতা  আলোচনা করার ক্ষেত্রে আমার নিজের একটা কাঠামো দাড় করানোর চেষ্টা ছিল বরাবরই, ভাল মন্দ বিবেচনা পাঠকের উপর থাকলো । মুলত, প্রথমেই কবিতাটির একটি তাত্ত্বিক কাঠামোর ভিত্তি দেয়ার চেষ্টা করেছি তারপর সেই কাঠামোতে কবিতাটির অবস্থান বেছে নিয়ে মুল আলোচনায় প্রবেশ করেছি, কবিতায় ব্যবহৃত উদাহরণ কিংবা কোন প্রেক্ষাপট এর সাথে আমার দেখা কিংবা অভিজ্ঞতার প্রেক্ষাপটকে মিলিয়ে দেখার চেষ্টা করেছি এবং সব শেষে কবিতায় যা যা বলতে চেয়েছে তার বিস্তারিত ব্যাখা দেয়ার চেষ্টা করেছি। প্রায় সবগুলো আলোচনাতেই এরকম একটি কাঠামো ব্যবহার করা হয়েছে।


অনেক ভাল ভাল কবিতাই আমার আলোচনায় আসেনি, খুবই দুঃখিত যে সব কবিতা পড়া হয়নি আবার বুঝতে পারি অনেক ভাল কবিতা কিন্তু আমার জানা বোঝার সীমানার বাইরে ছিল ফলে আর আলোচনায় আনা হয়নি। বেশ কয়েকজন কবির একাধিক কবিতা আলোচনা করেছি, কিছু কিছু কবিতা পড়ে এতটাই ভাল লেগেছে যে কবির পুরো পাতাই পড়ে শেষ করেছি।


ইচ্ছে থাকলো আগামী বছরও এভাবেই আলোচনার পাতায় থাকার চেষ্টা করবো । ভাবছিলাম, এ পর্যন্ত আলোচিত ‘কবিতা এবং আলোচনা’ একসাথে করে বই প্রকাশ করা যায় কিনা, অনেকের সাথেই আলোচনা করছিলাম আইডিয়াটি নিয়ে, কেউ কেউ বলছিল সব কবিতার লেখকের কাছ থেকে অনুমতি নিতে হয়ে, সবাই দিবে কি দিবে না, সে এক শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার ইত্যাদি ইত্যাদি।


এখানে আলোচিত ১০০ কবিতার তালিকা দেয়া হল (লেখক, কবিতার নাম এবং আলোচনা প্রকাশের তারিখঃ


১০০। বাবা’কে ধার দিবেন প্রভু-জি,এম, হারুন-অর-রশিদ (সেপ্টেম্বর ০৭, ২০১৮)
৯৯। স্কুল ব্যাগ-অমরেশ বিশ্বাস (সেপ্টেম্বর ০৬, ২০১৮)
৯৮। পাগলীটাও মা হয়েছে!আ জাহিদ রুদ্র ((সেপ্টেম্বর ০৫, ২০১৮)
৯৭। সময় যখন-শাহানারা রশিদ (সেপ্টেম্বর ০৪, ২০১৮)
৯৬। কাকাবাবুর স্ট্যাটাস-৯-- সৈকত পাল (নীরব দুপুর) ((সেপ্টেম্বর ০৩, ২০১৮)
৯৫। কিছু লোকের স্বভাব-এইচ আই হামজা (সেপ্টেম্বর ০২, ২০১৮)
৯৪। আমরা লাশ-শফিকুল ইসলাম শাফিক (সেপ্টেম্বর ০১, ২০১৮)
৯৩। দ্বিধান্বিত মন-আনোয়ার মজিদ (অগাষ্ট ৩১, ২০১৮)
৯২। স্বপ্নের মৃত্যু - তানভীর সিকদার (অগাষ্ট ৩০, ২০১৮)
৯১। দ্বিধান্বিত মন-আনোয়ার মজিদ (অগাষ্ট ২৮, ২০১৮)
৯০। দৃপ্ত আমার তৃপ্ত হৃদয়-আগুন নদী ((অগাষ্ট ২৭, ২০১৮)
৮৯। দূরবীনে মানুষ-Tamanna Ferdous (অগাষ্ট ২৬, ২০১৮)
৮৮। ফুল তোলা রুমাল-পারমিতা৫৮(অনুরাধা) (অগাষ্ট ২৫, ২০১৮)
৮৭। এ কী লজ্জা-বিভাংশু মাইতি (অগাষ্ট ২৪, ২০১৮)
৮৬। নিলাম সভ্যতা-মো. আবু ইউসুফ প্রভাষক ((অগাষ্ট ২৩, ২০১৮)
৮৫। একটি অন্যমনস্ক গাছ-- শাহরিয়ার শুভ (অগাষ্ট ২২, ২০১৮)
৮৪। ইচ্ছে ভয়-তন্ময় দে বিশ্বাস (অগাষ্ট ২১, ২০১৮)
৮৩। সীমাবদ্ধতা-- আশিকুজ্জামান (আশিক)(অগাষ্ট ২০, ২০১৮)
৮২। কুসংস্কারের বিশ্বযুদ্ধ-সৈকত পাল (নীরব দুপুর) ((অগাষ্ট ১৯, ২০১৮)
৮১। রক্ত বেচে ভাত খাব-এম ডি সবুজ (অগাষ্ট ১৮, ২০১৮)
৮০। আবেগ ও বিবেক-মোঃ রোকন আহমেদ (অগাষ্ট ১৭, ২০১৮)
৭৯। আত্মপ্রবঞ্চক-আফরিনা নাজনীন মিলি (অগাষ্ট ১৬, ২০১৮)
৭৮। পেটের দায়- নূর ইমাম শেখ বাবু (অগাষ্ট ১৫, ২০১৮)
৭৭। হিংসার দাবানল-সাইদুল ইসলাম (অগাষ্ট ১৪, ২০১৮)
৭৬। লাল মুলা চিবাই-গোলাম রহমান (অগাষ্ট ১৩, ২০১৮)
৭৫। শহুরে বৃষ্টি-সিবগাতুর রহমান (অগাষ্ট ১২, ২০১৮)
৭৪। নস্টালজিক টেলিফোন-- প্রবীর চ্যাটার্জী(ভোরের পাখি) (অগাষ্ট ১১, ২০১৮)
৭৩। গুজব-সাবলীল মনির (অগাষ্ট ০৯, ২০১৮)
৭২। লাশ নিবেন লাশ-বিপুল চন্দ (অগাষ্ট ০৮, ২০১৮)
৭১। চুরি হয়ে যায় সব-- কাজী জুবেরী মোস্তাক (অগাষ্ট ০৭, ২০১৮)
৭০। কেউ আজ প্রতিবাদ করে না-শেলি (অগাষ্ট ০৬, ২০১৮)
৬৯। দৃষ্টির আড়ালে-ড. শাহানারা মশিউর (অগাষ্ট ০৫, ২০১৮)
৬৮। বিদেশী-আর্যতীর্থ (অগাষ্ট ০৪, ২০১৮)
৬৭। প্রবেশ নিষেধ- সমীর প্রামাণিক (অম্বরীষ কবি) (অগাষ্ট ০৩, ২০১৮)
৬৬। একটি বেওয়ারিশ লাশের অপেক্ষা-জি,এম, হারুন-অর-রশিদ (অগাষ্ট ০২, ২০১৮)
৬৫। জীবনের গল্প-ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) (অগাষ্ট ০১, ২০১৮)
৬৪। অপেক্ষারাও ক্লান্ত- কনিকা সরকার (জুন ২৫, ২০১৮)
৬৩। চলো ঈশ্বর কণা খুঁজি-মিলেটস (জুন ২৪, ২০১৮)
৬২। সাফল্যের চাবিকাঠি-অশোক কুমার রজক (জুন ০৫, ২০১৮)
৬১। জীবনের ব্যাকরণ-আরিফ নীরদ (ফেব্রুয়ারী ২৪, ২০১৮)
৬০। ব্যবধান- মাহমুদুর রহমান খাঁন (ফেব্রুয়ারী ২২, ২০১৮)
৫৯। তুমি বাবা বলে-রেজাউল রেজা (নীরব কবি) (ফেব্রুয়ারী ২১, ২০১৮)
৫৮। কবিতাখোর- ওভী রহমান  (ফেব্রুয়ারী ১৯, ২০১৮)
৫৭। নতুন পৃথিবীর সন্ধানে- গোলাম রহমান (ফেব্রুয়ারী ১৮, ২০১৮)
৫৬। কবির মৃত্যুদন্ড- জি,এম, হারুন-অর-রশিদ (ফেব্রুয়ারী ১৪, ২০১৮)
৫৫। অনুরোধ-মৌটুসি মিত্র গুহ (কেতকী) ((ফেব্রুয়ারী ১০, ২০১৮)
৫৪। ট্যাক্স-আর্যতীর্থ (ফেব্রুয়ারী ০৪, ২০১৮)
৫৩। বাবার শেষ চিঠি- জি,এম, হারুন-অর-রশিদ (ফেব্রুয়ারী ০১, ২০১৮)
৫২। গানিতিক প্রেম-- রবি (জানিয়ারী ৩১, ২০১৮)
৫১। পুরুষ হতে যেয়ে!- সুজন বিশ্বাস (জানিয়ারী ৩০, ২০১৮)
৫০। কবি ও কবিতা-যাদব চৌধুরী (জানিয়ারী ২৮, ২০১৮)
৪৯। নিজের সঙ্গে-সুবীর সেনগুপ্ত (জানিয়ারী ২৪, ২০১৮)
৪৮। বউ-শ্বাশুড়ি-ফয়েজ উল্লাহ রবি (পারিজাত)(জানিয়ারী ২২, ২০১৮)
৪৭। ঠোঁটকাটা-তমাল ব্যানার্জি (জানিয়ারী ২১, ২০১৮)
৪৬। নির্ভেজাল-সমীর প্রামাণিক (জানিয়ারী ২০, ২০১৮)
৪৫। অনুপ্রেরণা-ড. শাহানারা মশিউর (জানিয়ারী ১৮, ২০১৮)
৪৪। ইহাই গণতন্ত্র-তমাল ব্যানার্জি (জানিয়ারী ১৬, ২০১৮)
৪৩। একটা যুদ্ধ চাই-মোঃ হাবিবুর রহমান হাবিব (জানিয়ারী ১৫, ২০১৮)
৪২। আধুনিকতা- জ্যোতির্ময় ধর ((জানিয়ারী ১৪, ২০১৮)
৪১। কাঁচের দেওয়াল- পারমিতা৫৮ (অনুরাধা)(জানিয়ারী ১৩, ২০১৮)
৪০। প্রতিশো ধ-নাফিেসা সারওয়ার (জানিয়ারী ১১, ২০১৮)
৩৯। মুক্তির দাবীতে ঐক্যবদ্ধ হোক-কবীর হুমায়ূন (জানিয়ারী ১০, ২০১৮)
৩৮। রিপুর তাড়নায়-এম,এ, সালাম (জানিয়ারী ০৯, ২০১৮)
৩৭। ঠিকানা ফুটপাথ-রামপ্রসাদ (জানিয়ারী ০৮, ২০১৮)
৩৬। সম্পর্ক ও সংসার-মুহাম্মদ মনিরুজ্জামান (জানিয়ারী ০৭, ২০১৮)
৩৫। বর্ষ তোমায় দিলাম বিদায়-- অনুপ মজুমদার (জানিয়ারী ০৬, ২০১৮)
৩৪। নির্বাচিত কষ্ট-এ. এইচ লিমন ((জানিয়ারী ০৫, ২০১৮)
৩৩। জীবন-পলাশ দেব নাথ (জানিয়ারী ০৩, ২০১৮)
৩২। জীবন মানে-সোমাদ্রি (জানিয়ারী ০১, ২০১৮)
৩১। নষ্টা নারীর নীড়ে-এম,এ, সালাম (ডিসেম্বের ৩১, ২০১৭)
৩০। প্রায়শ্চিত্ত--অজিত কুমার কর ((ডিসেম্বের ২৯, ২০১৭)
২৯। একা থাকতে চাই-শহীদ উদ্দীন আহমেদ (ডিসেম্বের ২৮, ২০১৭)
২৮। স্বপ্ন বেচি--মামুনুর রশীদ (ডিসেম্বের ২৭, ২০১৭)
২৭। জীবন কোন প্রাচীর নয়-জসিম আহমেদ (ডিসেম্বের ২৬, ২০১৭)
২৬। বাল্য বিবাহ-পলাশ দেব নাথ ((ডিসেম্বের ২৫, ২০১৭)
২৫। নিজের মতো করে-অনীক মজুমদার ((ডিসেম্বের ২৪, ২০১৭)
২৪। মধ্যবিত্ত পরিবার-(ব্যঙ্গ)--গোপাল চন্দ্র সরকার (ডিসেম্বের ২১, ২০১৭)
২৩। মানুষ কী ভুলে যায় মানুষকে- মনোজ ভৌমিক(দুর্নিবার কবি) (ডিসেম্বের ১২, ২০১৭)
২২। পতিতা- রামপ্রসাদ ((ডিসেম্বের ১১, ২০১৭)
২১। টেনশন- মোজাহিদ (ডিসেম্বের ১০, ২০১৭)
২০। পুরুষ দিবসে...রীনা বিশ্বাস (হাসি) ((ডিসেম্বের ০৯, ২০১৭)
১৯। সময়ের অপেক্ষা-মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি) (ডিসেম্বের ০৫, ২০১৭)
১৮। আমাকে ভাত দাও-রোকন আহমেদ (ডিসেম্বের ০৪, ২০১৭)
১৭। শর্তহীন মানুষ-জি,এম, হারুন-অর-রশিদ (ডিসেম্বের ০২, ২০১৭)
১৬। কনডম আর মায়াবড়ি হারাম-পি এম. জাহিদ (ডিসেম্বের ০১, ২০১৭)
১৫। রসায়নাগার-মাহমুদ সিদ্দিকী (নভেম্বর ৩০, ২০১৭)
১৪। কিষাণির দহন-কবির সরদার (নভেম্বর ২৯, ২০১৭)
১৩। প্রান্ত রেখা-অনিরুদ্ধ সৌরভ (নভেম্বর ২৮, ২০১৭)
১২। নিত্য দিনযাপন-অতনু (নভেম্বর ২৭, ২০১৭)
১১। সুখ যখন কষ্ট-এমকে চৌধুরী রানা (নভেম্বর ২৬, ২০১৭)
১০। শব্দটা আজ ভীষণ মেকী-মনোজ ভৌমিক(দুর্নিবার কবি)-(নভেম্বর ২৫, ২০১৭)
৯। একাকী জীবন-শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান (নভেম্বর ২৪, ২০১৭)
৮। পিছনে ফিরে চাওয়া-- খলিলুর রহমান (নভেম্বর ২৩, ২০১৭)
৭। আলো আঁধার-যাদব চৌধুরী (নভেম্বর ২২, ২০১৭)
৬। রাসায়নিক সূত্র- সমীর প্রামাণিক (নভেম্বর ২১, ২০১৭)
৫। ভেবে পাই নে-হুমায়ুন শরীফ (প্রবাসী কবি) (নভেম্বর ২০, ২০১৭)
৪। ভুলের সৃষ্টিঃ ডলি পারভীন (নভেম্বর ১৯, ২০১৭)
৩। উপলব্ধি (কাব্য কণিকা ৫০তম)-পারমিতা৫৮ (অনুরাধা)(নভেম্বর ১৮, ২০১৭)
২। মধ্যবিত্ত সমাচার-প্রবীর চ্যাটার্জী (নভেম্বর ০৭, ২০১৭)
১। দহনের সুখ-অনিরুদ্ধ বুলবুল (নভেম্বর ০৫, ২০১৭)