বিচ্ছন্নতাবোধ


সমান্তরাল যাত্রায়
আর কতোটা পথ একত্রে যাওয়া যায়

আমরা চেনা যাত্রী, কিন্তু
অচেনা গন্তব্য

পরিকল্পিত গন্তব্য পরিবর্তনে
আফসোস থাকে না
হিসেবের খাতা যখন পূর্ণতায় ভরপুর

জুন ২২, ২০২৪  সকাল ১১টা
মিরপুর, ঢাকা


একটি সম্পর্ক
মমি করে রাখার মধ্যে কোন
গৌরব নেই

তবুও রাখে কেউ কেউ
মমির গায়ে চুমুর দাগ
এখনো মোছেনি

নির্জন ঘরে রাখা মমি থেকে
প্রানের সুভাস ভেসে আসে
মাঝে মাঝেই

জুন ২২, ২০২৪  সকাল ১১টা
মিরপুর, ঢাকা


শরীর বিক্রির টাকা
যদি ঘৃণিত হয়
মন বিক্রির টাকা নয় কেন?

ছিনতাই করা পেশা যদি
ঘৃণিত হয়
মন ও তো ছিনতাই হয়য়!!

মন বিক্রি হয়, মন
ছিনতাই ও হয়
দৃশ্যের আড়ালে অদৃশ্য সমাদৃত

জুন ২২, ২০২৪  সকাল ৭টা
মিরপুর, ঢাকা


স্বপ্নের মৃত্যু হলে
ফিনাইলের গন্ধে জীবনের
অর্থ ভিন্ন হয়
নুতন যাত্রা কিংবা বিনাশ

প্রয়োজনে পৃথীবি থেকে
বিচ্ছিন্ন করতে হয় নিজেকে
ঘুমের কোন বিকল্প জানা নেই
আরো কিছু বিকল্প থাকা দরকার ছিল

জুন ২২, ২০২৪  সকাল ৭টা
মিরপুর, ঢাকা


মানুষের অভিমান
কেবল ঈশ্বর বোঝে
মানুষে সেই ক্ষমতা নেই
অভিমানকে মানুষ অভিযোগে রূপান্তর করতে জানে

দূরত্ব নির্মানে মূল উপকরণ
অভিযোগ

মানুষের সাথে মানুষের দূরত্ব
যতো বাড়ে
ঈশ্বর ততো বেশি কাছে থাকে

জুন ২২, ২০২৪  বিকেল ৫টা
মিরপুর, ঢাকা


শব্দের সীমাবদ্ধতা
ঘিরে ফেলে মাঝে মাঝেই

এতো কথা বলা হয়
অথচ চেনা হয় না

শব্দে শব্দে একে অন্যকে
চেনার প্রক্রিয়াটাই ভুল মনে হয় আমার

স্পর্শের ভাষা খুব জোড়ালো হয়
অথচ, সমাজ বোঝে না

জুন ২২, ২০২৪  বিকেল ৫টা
মিরপুর, ঢাকা

#টুকরো_ভাবনা_প্রতিদিন