মানুষ দাস হয়ে জন্ম নেয় না
তৈরি করা হয়
কেউই দাস হতে চায় না
বাধ্য করা হয়


রাষ্ট্র, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান
সবাই দাস তৈরিতে ব্যস্ত
দাসগুলো থাকে খুবই বিশ্বস্ত
দেবতা তুস্ট কাজ দাসের কাছেই ন্যস্ত


দাসপ্রথা বিলুপ্ত বুদ্ধিজীবি বকে
আধুনিক দাসপ্রথা তাই আড়ালে থাকে
মগজে মননে দাসপ্রথা প্রতি বাঁকে
সুকৌশলে দাসের কার্যবিধি আকে


দাসবৃত্তি আছে চিন্তায়, ভাবনায়
আমোদে, প্রমোদে
চলনে,বলনে, তোষামোদে
এমনকি প্রতি সেকেন্ডের অনুরননে


দাসপ্রথা মানবে না
টিকে থাকতে পারবে না
অন্যরা মানুষ ভাবনে না
এক সময় নিজেই নিজের অস্তিত্ব টের পাবে না


মিরপর, ঢাকা
সেপ্টেম্বর ২৮, ২০১৯