আবেগ গুলো পুড়ে পুড়ে
ছাই হয় ক্রমাগত
টেবিলে রাখা আধুনিক অ্যাসট্রেতে
জমা থেকে অবিরত


বাস্তবতার ব্যাধিতে আক্রান্ত মন
উদ্দিপ্ত সময়ে অযথাই
থমকে থাকা দীর্ঘক্ষণ
শূন্যস্থান পুরনে দাঁড়িয়ে আমি তখন


প্রতিদিন ভুল দরোজায়
সময়ক্ষেপণ
নিঃশেষিত প্রানে অস্থির সময়ের উদযাপন
দূরে  আর-ও  দূরে স্মৃতিগুলো অপেক্ষমান


পরাজিত সত্ত্বার গ্লানি
পোড়া গন্ধে বাদ পরে না একটুখানি
ফিরে যাবার অস্থিরতা নিশিতভাবেই জানি
আবেগ পোড়া ছাই আর, কেবলই আমি


কক্সবাজার
ফেব্রুয়ারী ২৬, ২০১৯