আমার দীর্ঘ দুঃখের চেয়ে
তোমার একটু ফুঁপিয়ে কাঁদা অনেক গভীর;
আমি কষ্টগুলোকে বুক পকেটে রেখে চলতে পারি, কিন্তু
তোমার ফুঁপিয়ে ওঠা আমাকে থমকে দেয়।


আমার জলের অভাবের চেয়ে
তোমার কান্নার জল অনেক দামী;
তৃষ্ণার্ত থেকে সারাদিন কাটাতে পারি, কিন্তু
তোমার চোখের জল আমার অক্ষমতা জানিয়ে দেয়।


আমি একবেলা না খেয়ে থাকতে পারি
রৌদ্র তাপে পুড়তে পারি
শুন্য পকেটে চিন্তিত হতে পারি, কিন্তু
তোমার অসুখ আমাকে বিভ্রান্ত করে তোলে ।


আমি নিজের অপমান সইতে পারি
ক্রমাগত অপমানিত হতে পারি
দিনের  পর দিন মাথা নিচু করে থাকতেও পারি, কিন্তু
তোমাকে নিয়ে কটু কথায়, আক্রমণাত্মক হয়ে উঠি ।


আমি সব ভুলে থাকতে পারি
জীবন যৌবন উপেক্ষা করতে পারি, কিন্তু
তোমার থেকেই আমার সৃষ্টি
এক সেকেন্ডের জন্য ভুলতে না পারি ।


আমি ক্লান্ত, পরিশ্রান্ত, কিন্তু
তোমার জন্য সব পারি ; আসলে কি পারি?
কেবল তোমার আশ্রয়, তোমার ছায়া
খুঁজে ফিরি ।


সেপ্টেম্বর ২৮, ২০১৮
কক্সবাজার