এলিয়েনেসন -নিজের ভেতর দ্বন্দ্ব
              -সরদার আরিফ উদ্দিন


চেনা পথেই হাটতে হয় বারবার
স্বাচ্ছন্দ্যে থাকি, চিন্তা থাকে না প্রতিদিনকার;
অচেনা পথে হাটতে পারি কদাচিৎ
রিস্ক থাকে, মন বলে তাইতো করা উচিত ।


সকাল বিকেল ছুটে চলা, চরম ব্যস্ততা
ভোগবাদ, অর্থ-বিত্ত সবই বাস্তবতা;
জীবনের তরে কমই প্রয়োজন
অন্যের জন্যই নিজের সব আয়োজন ।


প্রেম, ভালবাসা তারপর বিয়ে
সাজানো গতিপথ মসৃণতা দিয়ে;
প্রেমের শেষটা বিয়ে, অপরিহার্য নয়
বিরহের মাঝে ভালবাসার ক্ষয় না হয় ।


ধর্ম চর্চা, ধর্ম শিক্ষা, ধর্মে নানা প্রশ্রয়
আত্মবিশ্বাস কমে গেলে, ধর্মের কাছেই আশ্রয়;
হত্যাযজ্ঞ, নিপীড়ন অমানবিক কাণ্ড
মনুষ্যত্বই বড় ধর্ম, এক বিশ্ব, এক ব্রহ্মাণ্ড ।


সবার সাথে থাকা, মিলেমিশে চলা
বাহবা মেলে, থাকে জীবনের সচলতা;
জানি না, একা চলা ভাল কি মন্দ
শুরু হয় এলিয়েনেসন, কারণটা নিজের ভেতর দ্বন্দ্ব ।
(alienation)
অক্টোবর ০১, ২০১৭