আমার দেহে বাসা বেধেছে
একটি ক্ষয়
প্রতিদিন ক্ষয়গুলো ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে
মগজে, চিন্তায়, শরীরে
অনিদ্রা আর ঘুমহীন ক্লান্তি
আমায় প্রতিনিয়ত গ্রাস করছে
আমি পালাতে চাই
পৃথিবী থেকে নয়, জীবন থেকে


নির্জনতা আমার আকর্ষন
মানুষকে আমার ইদানিং বড্ড ভয় হয়
মানুষ আর মুখোশ এর মধ্যে
পার্থক্য করতে পারি না
এক সময় পারতাম, খুব সহজেই
এখন আর পারি না
এ আমার অক্ষমতা, আমার বিচক্ষনতার ক্ষয়


বিচ্ছিন্নতা আমার নিত্যসঙ্গী
প্রতিদিনই তা বাড়ছে
মানুষ, প্রকৃতি, আলো, বাতাস…
সবকিছু থেকেই বিচ্ছিন্ন হতে
ইদানিং আমার বেশ ভাল লাগে
আমি বিচ্ছিন্নতায় আচ্ছন্ন থাকি
এক সময় ঠিক তার উল্টোটাই ছিল
এ আমার অদক্ষতা, আমার সক্ষমতার ক্ষয়


আগষ্ট ২২, ২০২১
মিরপুর, ঢাকা