আমার কোন ঈদ নেই
ঈদ নিয়ে আমার ছুটোছুটি নেই, বাড়ি যাবার তাড়া নেই
প্রিয়জনদের সাথে দেখা করার আকাঙ্খা নেই
হতাশাও নেই।


পঁচিশ বছর আগে
আমার ঈদ হারিয়ে গেছে;
আগলে রাখতে চেয়েছিলাম, পারিনি।
সমাজ, সভ্যতা, সংস্কৃতি আমার ঈদ কেড়ে নিয়েছিল।


সবার মত আমিও
ঈদে পাঞ্জাবী পরি, নামাজ পড়ি, সেমাই খাই, সেলামি দেই
বাড়ি বাড়ি ঘুড়ি, হাসি ঠাট্টা করি,
আর সারাদিন আমার হারিয়ে যাওয়া ঈদকে খুঁজি।


পঁচিশ বছর আগেই
এক ঈদের দিনে পান্তা ভাত খেতে খেতে শিখেছিলাম
সবার ঈদ থাকতে নেই,
সবার জীবনে ঈদ আসে না, কেবল ‘ঈদ অভিনয়’ জীবনকে ছাড়ে না ।


জুন ১৬, ২০১৮
মিরপুর, ঢাকা