কোন একদিন
দেহের চাকচিক্যের প্রেমে পড়েছিলাম
ভেবেছিলাম ভেতরে
একটা উদারতার ছাপ খুঁজে পাব
ধরেই নিয়েছিলাম
ভেতরে একটি ঝকঝকে ব্যক্তিত্ব আছে
আসলে সেটি ছিল মোহ
সময়ের চাহিদা


আমার আর প্রেম হলো না
প্রেমে পড়াও হলো না
ভুলের সাথেই বসতি
সেই শুরু থেকে আজ অবধি


মানুষের দেহ কেন
আগেই চোখে পড়ে
ব্যক্তিত্ব যদি সবার আগে দেখা যেতো
ভুলের মাত্রা কমে যেতো
জীবন অনেক সুন্দর হতো


ফেব্রুয়ারী ৬, ২০২২
মিরপুর, ঢাকা