[বাংলা কবি ও কবিতার ওয়েবসাইট,  কবিতার বিষয়বস্তকে ১১ ভাগে শ্রেণী বিভাগ করেছে।  ভিন্ন ভিন্ন বিষয় ভিত্তিক কবিতা পড়ার পর আমার অনুভুতি কেমন হয়, তাই নিয়ে লিখা এই কবিতা “আমার ভুল হতে পারে]


আমার ভুল হতে পারে
কিন্তু আমার এমনই মনে হয়;
ছড়া কবিতা গুলোতে
ছন্দের দোলা রয়
আবার, অনেককিছু বলতে চেয়ে
খুব তাড়াহুড়ো হয়।


আমার ভুল হতে পারে
কিন্তু আমার এমনই মনে হয়;
জীবনমুখী কবিতা গুলোতে বাস্তবতা
খুব কাছে থেকে দেখা হয়;
জীবন ঘনিষ্ঠ বক্তব্য রয়
পাঠকের কাছে পৌঁছানো খুব সহজ হয়।


আমার ভুল হতে পারে
কিন্তু আমার এমনই মনে হয়;
ধর্মীয় কবিতা গুলো গোবেচারা টাইপ
নেই দৌড়ঝাপ
কানের কাছে বেজেই চলছে, অনেকটা উপদেশ দিচ্ছে মা-বাপ;
যদিও সবাই বলে খুব ভাল লাগে, ভাল হয়
কিন্ত নীতিবাক্য চর্চায় দূরে দূরে রয়;


আমার ভুল হতে পারে
কিন্তু আমার এমনই মনে হয়;
বিদ্রোহের কবিতাগুলো
রক্তে আগুন জ্বলে, ক্ষনিকের তরে
আবার নিভে যায় একটু পরে;
মনে হুয় এক্ষুনি সব পাল্টে দিবে
শোষকের গদিতে আগুন জ্বালাবো;
শব্দের ঝলকানিতে, মন বিদ্রোহী হয়
আবার বাস্তবতায় ফিরে সব পানি হয়ে রয়।


আমার ভুল হতে পারে
কিন্তু আমার এমনই মনে হয়;
রূপক কবিতাগুলো একটু অহংকারী হয়
শব্দের ভারে ভারাক্রান্ত
পাঠকের ঘাড়ে বোঝা চাপিয়ে দেয়ার চক্রান্ত;
কবির ভাবনা, কবির কাছেই থাকে
পাঠকের বোঝা না-বোঝা, তাতে কার কি যায় আসে!!


আমার ভুল হতে পারে
কিন্তু আমার এমনই মনে হয়;
প্রেম বিরহের কবিতাগুলো, শুধু শুধুই লেখা
বেশীর ভাগ কবি, এ জাতীয় কবিতা লেখায় পাকা;
কল্পনার রাজ্যে প্রতিনিয়তই ঘোরাফেরা
বাস্তবতা থেকে অনেক দূরে, কল্পনাতেই থাকা।


আমার ভুল হতে পারে
কিন্তু আমার এমনই মনে হয়;
প্রকৃতি নির্ভর কবিতাগুলো
বড্ড একপাক্ষিক, প্রকৃতির সৌন্দর্য নির্ভর;
এড়িয়ে যায় প্রকৃতির শক্তি এবং নীতি
পাঠক খুজে পায় না, প্রকৃতি থেকে শিক্ষার কোন জীবন গতি।


আমার ভুল হতে পারে
কিন্তু আমার এমনই মনে হয়;
দেশাত্মবোধক কবিতাগুলো মরা নদী
খুব কাজে লাগে, উত্তাল কোন সময় আসে যদি;
দেশ নিয়ে কেউ-ই ভাবে না
তাই দেশাত্মবোধক কোন কাজে লাগে না।


আমার ভুল হতে পারে
কিন্তু আমার এমনই মনে হয়;
মানবতাবাদী কবিতাগুলো খুব কাজের
মুখোশ উন্মোচন করে, ঘুনে ধরা সভ্যতার আর সমাজের;
রন্ধ্র বন্ধ্রে লুকিয়ে থাকা, অন্যায়, অত্যাচার আর অন্যায্যতা
আঙ্গুল দিয়ে দিখিয়ে দেয় কার কি করনীয় তা;
বিদ্রোহের হালকা মেজাজ থাকে
দুমড়ে মুচড়ে সব পরিবর্তন চায় না এক বাক্যে
সমাধানের নির্দেশনা দেয়, কবিতার ভিন্ন ভিন্ন বাঁকে ।


ভাবনাগুলো ভুল হতে পার্রে, একান্তই আমার
ভিন্ন মত থাকতে পারে, অন্য কবির কিংবা আম জনতার;
আমি আমার মত করে শ্রেণী বিন্যস্ত কবিতা লিখি এবং পড়ি
নিজেকে কবিতা এবং জীবন দর্শন চর্চায় ব্যস্ত রাখি।


অগাস্ট ০৮, ২০১৮
মিরপুর, ঢাকা