আমি আমাকে চিনতে পারি না
               --সরদার আরিফ উদ্দিন


আমি এখন আর আমাকে চিনতে পারি না !
কখন যে নিজের অজান্তেই হারিয়েছি নিজেকে,
পরাজয়ের গ্লানিতে আর আত্মসংযমের কঠিন ছকে,


শুধু সেক্রিফাইস আর সেক্রিফাইস, জীবনের প্রতি বাকে বাকে।
আমি এখন আর আমাকে চিনতে পারি না !
একদিন আমারও প্রাণবন্ত জীবন ছিল,
সমুদ্রের উত্তাল ঢেউ এর মত আকাঙ্ক্ষাগুলো কোথায় হারাল,


দুমড়ে মুচড়ে দেবার নিরন্তর চেষ্টাগুলো কেনইবা পিছপা হল।
আমি এখন আর আমাকে চিনতে পারি না!
চেনা মানুষ, চেনা শহর আবার অচেনা সবকিছু,
মানিয়ে চলা, মেনে নেয়া কিংবা বিসর্জন,


অর্জন গুলো ফিকে রঙয়ের, আজ নিঃস্ব আমি একজন।
আমি এখন আর আমাকে চিনতে পারি না!
মিছিলে, সভা সেমিনারে সাম্রাজ্যবাদ বিরোধী বক্তব্য,
স্বপ্নে বিভোর, লোভহীন চলাচল কিংবা অভুক্ত দিন,
সেই আমি, ল্যাটিন আমেরিকাই শেষ গন্তব্য।


আমি এখন আর আমাকে চিনতে পারি না!
জীবন, সংসার, চাহিদা মেটানো নাকি ছোবল,
জানি না, বুঝেও বুঝি না, নাকি বুঝতে চাই-ই না,
কার জন্য বেচে থাকা, ইচ্ছেটাই বা কেন এত প্রবল।


অগাস্ট ২৬, ২০১৭