আমি  আসলে কেউ নই
             -সরদার আরিফ উদ্দিন


আমার জন্ম, আমার ইচ্ছেতে হয়নি
স্রষ্টার ইচ্ছে আর বাবা মার চেষ্টা; বিফলে যায়নি ।
আমার মৃত্যু ও আমি চাইলেই হবে না;
তার ইচ্ছে, কবে হবে, কেউ জানে না, আমিও জানি না।


আমার ভাল কিংবা মন্দ থাকা কোন কিছুই
আমার উপর নির্ভর করে না,
পরিবার, সমাজ, রাষ্ট্র তারাই ঠিক করে সব
আমি কেবল সমর্থন করি, উপায়হীন এক মানব।


আমার কি রোগ হয়েছে, তা জানে আমার ডাক্তার
কি ঔষধ খাব, প্রেসক্রিপশন বুঝি না, বলে দিবে দোকানদার ;
দাম কত ? সেটা নির্ধারণ করবে কোম্পানি
আমার কাজ,  কেবল নিশিত করা পকেট ভর্তি মানি।


আমি কি খাব, কোথায় যাব কিংবা থাকবো
যা চাই তা আজ পাব নাকি কাল পাব;
কিছুই জানি না, জানে বাজার ব্যবস্থাপনা করতিপক্ষ
আমি একটা  গিনিপিগ, ব্যবহার করে এপক্ষ নয়তো ওপক্ষ।


আমি কি করবো ? চাকরি, ব্যবসা নাকি শিক্ষকতা
যোগ্যতা ছাড়াও আছে আকা বাকা রাস্তা;
চাকরি করলে, সকালে আছে ত বিকেলে নেই
পদে পদে এত বিড়ম্বনা, হারিয়ে ফেলি খেই।


একা একা, ঘুরে বেড়াবো, এখানে সেখানে
তাতো হবে না, জবার দিতে হবে জনে জনে;
বই পড়বো, গান শুনবো, ঘুমাবো, যা ইচ্ছে তাই
এত সোজা ! জীবনের ঘানি টানতে হবে যে ভাই।


আমি ত আমাকে চাই, কেন পাব না ষোল আনা ?
ভাগ্য নির্ভর দেশে থেকে, এসব প্রশ্ন করতে মানা।
এত প্রশ্ন, এত চেচামেচি, কোন লাভ নেই;
বাস্তবতা হল, আমি আসলেই কেউ নই।
১৮.০৯.২০১৭