দু’জনের বেড়ে উঠা, সময়ের হাত ধরে
একই সাথে,
দীক্ষা নেয়া একই শিক্ষা এবং ধর্ম মতে
আজ দুজনার গতিপথ বেঁকে গেছে দু’পথে ।


আমি’র সাথে ‘আমি’র দ্বন্দ্ব চিরকালের
ইস্যুগুলো ইহকালের কিংবা পরকালের;
মতের অমিল, আসন্ন সম্ভাবনা এবং বিষণ্ণ মন
চাকচিক্যের আকর্ষণ নাকি অভাবের বিকর্ষণ?


মনুষ্যত্ব ল্যাং মেরে মানবতার ফাঁদে
শোষণের পতাকায় নীরব মন গভীর রাতে কাঁদে;
কৌশলী স্বভাবে হার মানে একাকীত্ব
যুগের ফ্যাশনে সাড়া দেয়া চরিত্রের রেখা অসমাপ্ত।


নগদ বিশ্বাসে সমালোচিত পরকালের পাওনা
সময়ের আত্মসমর্পণ, বিগড়ে যায় মন, ‘মানি না’;
পিঁপড়ে দলিয়ে এগোনো, ফিরে তাকানো ক্রোধ
মধ্যরাত অবধি উল্লাসে লুকিয়ে পরে জীবনবোধ।


যজন দূরত্বে দু’জনার গতিপথ?
অক্ষত নেই ধর্মীয়, সামাজিক এবং
রাজনৈতিক শপথ;
শিক্ষার শেকড়ে বাঁধা নেই মানবতার নির্দেশিত পথ।


অগাস্ট ১৫, ২০১৮
মিরপুর, ঢাকা