মৃত মানুষও জীবিত হতে পারে
কখনো কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে
জীবিত মানুষ যা পারে না;
ধর্মের লেবাসে, ইমোশনের মোড়কে
মৃত মানুষও কথা বলতে পারে
যা জীবিত থাকা কালে পারেনি;
আমার এসব কিছুই জানা ছিল না
আমি আসলে কিচ্ছু জানি না
এক নির্বোধ প্রানী আমি


মৃত মানুষেরা না থেকেও
সর্বত্র থাকতে পারে
কিছু না বলেও অনেক কথা বলতে পারে
ইশারায় অঙ্গুলি হেলাতে পারে
নির্দেশ দিতে পারে
আবার কাউকে কাউকে
নিচ্ছিদ্র নিরাপত্তাও দিতে পারে
আমি কত কিছুই জানি না
এক নির্বোধ প্রানী আমি


আমরা জীবিতরা
মৃতদের নিয়ে খুব চিন্তিত থাকি
উদগ্রীব থাকি
মৃতদের কবর জান্নাতের বাগান বানাতে চাই
বেহেশতের দরোজায় পৌঁছে দিতে চাই
জীবিত থাকা কালে যা যা চাইনি
এখন তাও চাই
কেন চাই? জানি না, আমি আসলে কিচ্ছু জানি না
এক নির্বোধ প্রানীআমি


আমি নির্বোধই থাকতে চাই


নভেম্বর ০১,২০২০
মিরপুর, ঢাকা
সকাল ৭ টা