আমি তুমি সে
       -সরদার আরিফ উদ্দিন


আমি মুলত এককভাবে ‘আমি’ না
আমি সম্মিলিতভাবে ‘আমি’, ‘তুমি’, ‘সে’;
এককভাবে ‘আমি’র মধ্যেই থাকা দুস্কর, একপেশে
যেদিকেই তাকাই, একই চিত্র আশে পাশে ।


তুমি যখন আমাকে চাও ভিন্নরূপে,
নিজের মত করে, ভেঙে চুড়ে নুতন করে;
আমি তখন আর ‘আমি’ থাকি না
‘আমি’র মধ্যে তুমি বসবাস করে, আমি বিলীন হয়ে যাই।


আমি ত ‘আমি’ থাকতে চাই, ‘সে’ হতে চাইনি
সমাজ বলে কথা, সে ত আমাকে মানবে না;
সে যা বলে তাই করতে হবে, সামাজিক থাকতে হবে
আমি তখন ‘আমি’কে পাই না, ‘সে’ হয়ে যাই ।


জীবন্ত আমি ‘আমি’ থাকতে পারি না
আমাকে ‘তুমি’ হতে হয়, আমাকে ‘সে’ও হতে হয়;
আমি  ‘আমি’  থেকেই ভালবাসতে চাই;
‘সে’ না হয়েও বদলে দিতে চাই, কিন্তু পারি না, ‘আমি’র পরাজয় !!
।২৫।০৯।২০১৭