দীর্ঘদিন সমুদ্র
মরা সাপের মত অনেকটা পথ জুড়ে শুয়েছিল
বিষণ্ণতায় ভুগছিল
সমুদ্র সৈকতে, হাতে হাত রাখা
যুগলকে দেখে ফুসছিল
ইচ্ছেগুলো গোপন রাখছিল
তোমার জন্যই অপেক্ষার প্রহর গুনছিল


তুমি এসেছো
তাই সমুদ্র আজ আনন্দ যাত্রায় নেমেছে
ঢেউ গুলো মহাআনন্দে
লাফিয়ে লাফিয়ে তোমার কাছে ভিড়ছে
নিঃসঙ্কোচে পা ভিজিয়ে দিচ্ছে
গায়ে জড়িয়ে পড়ার অপেক্ষায় আছে
তোমা্কে ভিজিয়ে দেয়ার আনন্দে মেতেছে।


তোমার আগমনে
পাহাড়ের নীরবতা ভাঙলো
উচ্চতার দাম্ভিকতা ভেঙ্গে
তোমার পদচারনায় ধন্য হোল
গড়িয়ে পড়া ঝর্নার পানি
তোমাকে ছুঁয়ে দিয়ে উচ্ছ্বসিত হোল
তোমার স্পর্শে প্রকৃতি হেসে উঠলো, নিজের স্নিগ্ধতা বাড়ালো।


অভিমানী মেরিন ড্রাইভ
সবার যাতায়াতে, উপচে পড়া গাড়ীর ঘর্ষণে
ভীষণ বিরক্ত, প্রতিদিন সরব থাকে অনিচ্ছায়
তোমার পায়ের আলতো ছোঁয়ার অপেক্ষায়
আজ তুমি এসেছো
সব ভুলে সকালটা শুরু নির্ভাবনায়
তোমাকে নিয়ে চলার উত্তেজনায়


আর আমার স্বপ্ন ভাঙ্গে অফিস যাবার তাড়নায় !!


সেপ্টেম্বর ২৯, ২০১৮
কক্সবাজার