শহরের আর্কিটেকচার এত দ্রুত
কিভাবে বদলে গেল, কেউ জানে না
আজকাল নাকি কোন কাঠামোতেই
পিলার লাগে না


যেখানে আড়ালের জন্য দেয়াল দরকার
সেখানে স্বচ্ছতার জন্য নিরাকার
আবার যেখানে উন্মুক্ত থাকা দরকার
সেখানেই লুকোচুরি একাকার


ছাদের ওজন ধরে রাখার জন্য
আড়াআড়ি অনেক ভীম থাকতো
আধুনিক ডিজাইনে প্রত্যেকটি ছাদ
নাকি খুবই হালকা এবং স্বতন্ত্র


শহরের এপ্রান্ত ওপ্রান্ত
ছুঁয়ে দিতে সম্পর্কযুক্ত রাস্তা থাকতো
এখন অসংখ্য লেন বাই-লেন আর
ভিআইপি সংরক্ষনে বিভক্ত


ঠুনকো কাঠামোয় ভবিষ্যৎ নেতৃত্ব
প্রাচুর্যের চিলেকোঠায় একাকীত্ব
এই শহরেই রোবটদের রাজত্ব
আর্কিটেকচার পরিবর্তনের হুমকিতেও কেউ নেই সতর্ক


কক্সবাজার
জানুয়ারি ০২, ২০১৯