কষ্টের টাকায়
ট্যাক্স দিয়ে রাইফেল, বুলেট কিনি;
একদিন নিজেই
নিজের বুকের রক্ত দেখবো, তাও জানি।


কষ্টের টাকায়
ট্যাক্স দিয়ে হাসপাতাল গড়ি;
কোন একদিন, সেখানে
চিকিৎসা না পেয়ে, স্তম্বিত হয়ে পরি।


কষ্টের টাকায়
ট্যাক্স দিয়ে একে ওকে বেতন দেই;
ওরাই আমার সর্বনাশ করবে
উপায়হীন জীবনে, সব মেনে নেই।


কষ্টের টাকায়
ট্যাক্স দিয়ে দামী গাড়ি আমদানি করি;
গাড়ির চাকায় পিষ্ট হবো একদিন
শুধু শুধুই আফসোসে মরি ।


আত্মঘাতী আমি
নিজেই নিজের সর্বনাশ করি;
নুতন প্রজন্মকে আত্মঘাতী হতে বারণ করি
ট্যাক্সের হিস্যা বুঝে নিতে, চলো একসাথে রাজপথে নেমে পরি, লড়াই করি।


অগাস্ট ০৬, ২০১৮
মিরপুর, ঢাকা