সবাই কিন্তু গলায় দড়ি দিয়ে কিংবা
ট্রেনের নীচে ঝাপ দিয়েই আত্মহত্যা করে না।


আত্মহত্যা করার উপায় সবার আলাদা আলাদা।


আত্মহত্যা মানে আত্মাকে হত্যা।


কেউ পছন্দের খাবার ছেড়ে দেয়; কেউ লেখালেখি ছেড়ে দেয়;
কেউ বন্ধু বা কাছের মানুষের সাথে কথা বলা ছেড়ে দেয়;
কেউ আত্মীয়দের সাথে যোগাযোগ ছেড়ে দেয়;
কেউ বিশ্বাস করা ছেড়ে দেয়;
কেউ গান গাওয়া, ছবি তোলা, ছবি আঁকা,
কেউ  বা স্বপ্ন দেখা ছেড়ে দেয়।


কেউ ভালোবাসা, কেউ ভালোবাসার অস্তিত্ত্বকে স্বীকার করা ছেড়ে দেয়।


আবার কেউবা একাকীত্ত্বকে বেছে নেয়;
পৃথিবীকে আড়াল করে নিজেকে লুকিয়ে রাখে ভেতরের নিঃছিদ্র অন্ধকারে।


মে ১৯, ২০২২
মিরপুর, ঢাকা
ভোর ৬টা