আত্মসমর্পণ
        -সরদার আরিফ উদ্দিন


অবশেষে আত্মসমর্পণ ! কার কাছে, নিজের নাকি অন্য কেউ??
কি আর করা
চেষ্টা ত করলাম, পারলাম? পারলাম নাতো?
একদিন বলেছিলাম, পারতে আমাকে হবেই,
বলেছিলাম, ব্যর্থতার কারণগুলো উপড়ে ফেলবো,
তুমি আর আমি মিলে সফলতার মাইলফলক ছুয়ে দিব,
চেষ্টা ত করলাম, পারলাম? পারলাম নাতো?


তুমি তোমার জায়গায় সফল,
তোমার সিঁড়ি ভেঙ্গে ভেঙ্গে যাত্রা পথে এখন আমিই দেয়াল,
একসাথে চলার স্বপ্নইত ছিল আমাদের, সেটাই ছিল একমাত্র খেয়াল
কিন্তু আমি? আমি ত পারলাম না।
চেষ্টা ত করলাম, পারলাম? পারলাম নাতো?


আমি পারি না আপোষ করতে, শিখিনি মাথা নত করতে,
আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করতে পারি,
আবার সারাদিন না খেয়ে থাকতেও পারি কিন্ত
তুমি, কেমন করে পার এসব
শুধুই নেগোসিয়েশন, এক্সিকিউসন, পারমিশন, আর বছর শেষেই প্রমোশন।
কিন্তু আমি? আমি ত পারলাম না।
চেষ্টা ত করলাম, পারলাম? পারলাম নাতো?


আমি ত বদলে যেতেই চাই,
নিয়মের কাছে আত্মসমর্পণ করতেই চাই,
বাস্তবতায় হেলান দিয়ে জীবনটা পার করতেই চাই,
তুমি এসব পার বলেই, তুমি সফল, তুমি অগ্রগামী
কিন্তু আমি? আমি ত পারলাম না।
চেষ্টা ত করলাম, পারলাম? পারলাম নাতো?


আমি আমার কাছেই জবাবদিহি করি
সারাদিন যা যা করি, রাতে সেগুলোই ভাবি আর কষ্টে মরি।
সবার মত করেই বাচতে চাই, নিশ্চিন্ত জীবন চাই,
তুমিও তাই চাও, সে চায়, তারাও চায়, পারেও সবাই
কিন্তু আমি? আমি ত পারলাম না।
চেষ্টা ত করলাম, পারলাম? পারলাম নাতো?
---০৬.০৭.২০১৭