(কবিতার আসরে ৫০০তম নিবেদন, আরও একটি মাইলস্টোন ছুয়ে দেয়া)


খুব মনে পড়ে আগুনে
পোড়া দিনগুলো
কৈফিয়ত দেয়ার কেউ ছিল না
কেউ থাকে না
মুখ বাঁধা থাকে অদৃশ্য এক শেকলে


অসময়ের ঘোর লাগা
বিমানবালার মসৃণ ত্বকের মতই
মোলায়েম জীবন
কিছু প্রশ্ন ঘোরপাক খায়
দিঘিজলের ভেতর ওঁত পেতে থাকে উত্তর


লকলকে হারামির জিভ
চেটে খায় জীবন প্রদীপ
ধর্ম বোঝার আগেই শুয়ে পড়ে ব্যবচ্ছেদের টেবিলে
উল্লাসে উল্লাসে রক্ত শুষে
কেউ কিছু বলে না, বাঁধা থাকে অদৃশ্য শেকলে


অযাচিত বিষন্নতা ভর করে
আত্মবিলাপে  আঁধারে আঁধারে
দিনের আলো কালো মেঘে ঢেকে গেলে
অন্ধকারের বিপরীতে প্রেম জ্বলে উঠে নীরবে
কেউ একজন জেগে থাকে আপন মনে


আতঙ্কগ্রস্থ জীবনে
সুইসাইডাল কেস হতে পারে
কেউ একজন টেনে ধরে নিজ গুনে
অন্যরা ধর্মের নামে কেটে পরে, চোয়াল বন্ধ শেকলে
তখনও কেউ একজন জেগে থাকে, টেনে ধরে


ঠাকুরগাঁও
ডিসেম্বের ৩০,  ২০১৯