-সরদার আরিফ উদ্দিন



অবিরাম
দিনগুলোকে দেখি রাত হয়ে যায়
নাছোড়বান্দা রাতগুলো
দিনকে গ্রাস করে অবলীলায়


ভোরের স্নিগ্ধ সকাল
হঠাত করেই পায়ের কাছে
আছড়ে পড়ে অনিশ্চয়তায়;
দিনের দৈর্ঘ্য বিলীন হয় রাতের প্রশস্ততায়


দগদগে দুপুর ক্ষীন হতে হতে
হাড় মানে মায়াবী রাতের
আলমীরার তাকে;
ক্লান্তিহীন স্বপ্ন গুলো তখনো অপেক্ষাতেই থাকে


বিষন্ন বিকেলের উকি দেয়া
এক ঝলক প্রশান্তি
সূরযাস্তের সাথে তাল মিলিয়ে
ডুব দেয় উদ্দ্যমের ক্লান্তি


অবিরাম উদাসীন গহব্বরে ডুবে থাকি;
রাতের কালো দেয়ালে
বারংবার লুকিয়ে রাখা ছবি আকি
আর অপেক্ষাতেই থাকি


আমি সুখের ভিন্ন এক নামে ডুবেই থাকি


কক্সবাজার
এপ্রিল ১৬, ২০১৯