দীর্ঘদিন বেঁচে থাকাটা নির্লজ্জতা
জেনেও না জানার ভান করা;
উপায়হীন অজ্ঞতা
পৃথিবীতে ঈশ্বরের হাত, নিজের অক্ষমতা ।


প্রজন্মের পর প্রজন্ম
বেদনার ঠাসাঠাসি অবস্থান;
কেবল রঙ পালটিয়ে প্রতিস্থাপন
প্রতিনিয়ত হেরে যাওয়া নিজের ভেতরের পণ ।


অযত্নে পড়ে থাকা সাইকেল
ধীরে ধীরে ঝং ধরে;
চলৎশক্তিহীন বেদনারা মন খারাপ করে
ভালবাসার বান্ধবির হাত, যত্ন আত্তিতে ভুল করে।


গতি সম্পন্ন রেল ইঞ্জিন
দ্রুত গতিতে ধাবিত হয় গন্তব্যে;
বেদনারা যাত্রী বেশে চলে অনিচ্ছাতে
যাত্রাবিরতি প্ল্যাটফরমে, চায়ের কাপে সময় কাটে সুখস্মৃতিতে ।


কেউ কেউ বছরে ৩৬৫ দিন উদযাপন করে
কেউবা একটাই দিন ৩৬৫ বার নিয়ে ঘরে ফিরে;
চঞ্চল ঈশ্বর সব সুনিপুন হাতে হিসেব রাখে
কবে আর হবে থাকিতে জীবন, মনে প্রশ্ন থাকে।


সেপ্টেম্বর ২৯, ২০১৮
কক্সবাজার