বেখেয়ালি মন আমার
কিছুই মনে থাকে না
সকাল আর রাতের পার্থক্য ঘোচে না
নিজের অস্তিত্বের কথাও মনে পড়ে না


সময়েরা গতিময়তা হারিয়েছে
শব্দের ব্যঞ্জনায় মেঘ জমেছে
একাকীত্বের কামরায় প্রতিশ্রুতিগুলো জমা থেকেছে
বদলে যাওয়া সময়ের বান ডেকেছে


বেখেয়ালি মন ফিরে তাকায়
দুজনার হেটে যাওয়া পথ আজ শুন্যতায়
বুকের পাজরে আটকে পড়া স্মৃতি
কাঠামো বদলে নেই বিকৃতি


শুদ্ধতার কঠোর অবস্থানে
বুকের জমিন পেড়িয়ে তোমার প্রস্থানে
বেখেয়ালি মন মানে না প্রতিস্থাপনে
অটল অনড় তোমাকে দেয়া প্রজ্ঞাপনে


কক্সবাজার
মার্চ ০৩, ২০১৯