বেসামাল ঢেউয়ের মতো
বিষাদের স্রোত ছুটে আসে
নিয়ম ভেঙে
আচমকা, অযাচিত ভাবে


সময়ের সংগঠিত এবং
আক্রমণাত্মক দুর্দিনে
আকাঙ্ক্ষিত ছবির ফ্রেম
ঢেকে যায় দু’দিনে


নির্লোভ স্বপ্নেরা মিশে থাকে
অনাকাঙ্ক্ষিত বাস্তবতার দেয়ালে
শরীরের হাজারো ফোঁটা ফোঁটা
ঘামের মিশ্রন হয়ে


কখনো অসহায় শোকদ্বীপ
জেগে ওঠে
অজানা আক্রোশে কিংবা
বিষহীন সাপের ফনায়


নিদারুণআহ্বানে
ক্রমাগতই ভুল পথে চলা
ভুলের স্পর্শে
আবারো ভুলের খাদে পরা

বেখায়ালি মন
বারবার তারা দের
বন্ধু হয়ে যায়
নিষিদ্ধ আধারে পা ফেলে


সমাপ্তির পথে
শুকনো পাতাদের আওয়াজ শুনি
নিশ্চুপ কান পেতে থাকি
অস্তিত্বের আহ্বানের বানী


সময়ের অনুগুলো পরাজিত
পরামানুগুলো এখনো আছে জীবিত


সেপ্টেম্বর২৪, ২০২১
ইএসডিও, ঠাকুরগাও
রাত ১১টা