দেবী,
তোমার হাত ধরে
কথা দিয়েছিলাম, স্বপ্নগুলো পূর্ণ করে দিব;
ভালবাসায় ক্লান্ত করে তুলবো
ইচ্ছেগুলো সীমানায় পৌঁছে দিব
মনের ক্ষোভগুলো আমার বুকে গেঁথে রাখবো ।


ব্যস্ততার স্বার্থপরতায়
আমি আর ‘আমি’ নেই;
নির্মম এই শহরের অলিতে গলিতে নিজেকে হারিয়ে ফেলেছি
সময়ের গতিকে পাল্লা দিয়ে ছুটে গেছি
মধ্যরাতে অপরাধী হয়ে ঘুরে ফিরেছি
নিরুপায় আমি, তোমার কান্নার শব্দ কাক ভোর পর্যন্ত শুনেছি।


দেবী,
তোমার চোখে চোখ রেখে
শপথ করেছিলাম;
প্রতিটি ছুটির দিনে কাশবনে ঘুরে বেড়াবো
বিবাহ বার্ষিকীতে খোপায় লাল গোলাপ গুঁজে দিব
প্রতিদিন রাতে রবীন্দ্র সঙ্গীত শোনাবো
ফেলে আসা দিনের অপ্রাপ্তিগুলো, বুকপকেটে যত্নে রাখবো।


ব্যস্ততার স্বার্থপরতায়
আমি রবীন্দ্র সঙ্গীত ভুলে গেছি
বুক পকেটে স্মার্ট ফোন রেখেছি
কাশবন মাড়িয়ে দ্রুত এয়ারপোর্ট পৌঁছেছি
বিবাহ বার্ষিকীতে, ট্রানজিটে পরের ফ্লাইটের অপেক্ষায় থাকেছি
স্কাইপে তোমার খোঁজ রেখেছি।


দেবী
আজ আমি সব পেয়েছি
তোমার জন্য সব হাজির রেখেছি
অশান্ত মনকে স্থির করেছি
শুধু সময়কে হারিয়েছি
আর, দূর আকাশে তোমাকে খুঁজছি।


অগাস্ট ২১, ২০১৮
মিরপুর, ঢাকা