পুঁজিবাদের রক্তকণিকায় মিশে থাকে ভোগবাদ
ভোগবাদের অহংকারে, উন্নাসিক মনোভাব;
দিনে শ্লোগান, নিপাত যাক সাম্রাজ্যবাদ
সন্ধ্যায় হুইস্কির টেবিলে চলে ভবিষ্যতের আবাদ ।


ধর্মের বানী
কাতারে কাতারে, কাঁধে কাঁধ মিলিয়ে সাম্যবাদ;
শ্রম শোষণ আড়াল থাকে
রিলিফের ভারে, জয়জয়কার মানবতাবাদ ।


মারমার কাটকাট, নারীবাদে বাদানুবাদ
সম্মতিতে সমস্যা নেই, মধ্যরাতে উষ্ণতার চাষাবাদ;
সামন্তবাদ পুরনো ধ্যানধারণা, বিলোপ দাসত্ববাদ
আধুনিক দাসপ্রথা চলে, নুতন মোড়ক জাতীয়তাবাদ কিংবা আন্তর্জাতিকতাবাদ।


বক্তৃতার মালায় শব্দের খেলা, জঙ্গিবাদ, মৌলবাদ...
রাজনৈতিক বিপরীত পক্ষের দায়, নৈরাজ্যবাদ;
এক ‘বাদ’ এ আপদ, অন্য ‘বাদ’ এ বিপদ,
কৌশলী প্রয়োগে, রাজনৈতিক পকেট-ই নিরাপদ;


লাখো জনতার বিশ্বাস একেশ্বরবাদ
বাকিদের আস্থায় থাকে বহুঈশ্বরবাদ
অল্প কিছু গুণীজন চর্চা করা নাস্তিকতাবাদ
বিভক্ত মানবজাতি, সবই আপেক্ষিকতাবাদ।


জুন ০৮, ২০১৮
মিরপুর, ঢাকা