একটা সময়
পৃথিবীকে খুব আপন মনে হত
নিজের দেশ, নিজের পরিবারকে আরও
প্রিয় মানুষকে, আরও  আরও, কিন্তু এখন ............


বিচ্ছিন্নতাবোধে আক্রান্ত মন
ধারন করতে পারি না, জীবনের ওজন;
উইথদ্রল সিনড্রোমে আবেশিত প্রতিটি ক্ষণ
একাকীত্ব মেনে নিই, যখন তখন ।


চারদিকে অস্থিরতা
মানুষে মানুষে বর্বরতা;
মানবিক আচরণে হীনমন্যতা
এলিনিয়েশন, মানুষিক স্তরায়িত বর্তমান বাস্তবতা।


বাঁধাগ্রস্ত শিশুর অমিত সম্ভাবনা
নিঃশেষ হতে চলেছে জীবনের আলপনা;
একটি জাতির অসভ্য নৃত্যে উলঙ্গপনা
বিচ্ছিন্নতাবোধে আক্রান্ত সম্পর্কের সকল কণা ।


এখনো ভাবনার সময়, পরিণতি পরিশেষে
বিচ্ছিন্নতাবোধে আক্রান্ত আমি, তুমি, সে;
চিকিৎসা বিজ্ঞান হার মেনে বসে আছে
শুদ্ধ সমাজ ও জীবন চর্চায়, পরিত্রাণ মিলবে অবশেষে।


জুলাই ২৩, ২০১৮
মিরপুর, ঢাকা