নিরোত্তাপ রাত্রি বিদ্রুপ করতে ছাড়ে না, একদিন দুদিন নয়, প্রায় প্রতিদিন।  ঘুমন্ত শহরে, খুঁজে খুজে বের করে রাত জাগা বিষণ্ণ যুবককেই। হারিয়ে ফেলার খোঁচা, পৌছাতে না পারার খোঁচা, সীমানা অতিক্রম করতে না পারার খোঁচা, উপভোগহীনতার খোঁচা, একাকীত্বের খোঁচা............। খোঁচার তীব্র আঘাতে আঘাতে অভিমানি যুবক ভেঙে পড়ে না, ঘুরে দাঁড়াবার সংকল্প করে, দূরে থেকে ভেসে আসা একটি ঘ্রান তাকে উদ্দীপ্ত করে, পেছনে একটি ছায়া দেখতে পায়।  ঘন অন্ধকারে একটি সুর কানে ভাসে ‘যে আখিতে এত হাসি লুকানো’......।


কক্সবাজার
অক্টোবর ৩১, ২০১৮