তোমাকে আমার
বেশ ভালো লেগেছিল
খুব কাছে যাবার সৌভাগ্যও হয়েছিল
তোমার উপস্থিতিও বেশ মনোরম ছিল
কিন্তু
তুমি যে এতোটা বিখ্যাত
সেটা জানা ছিলো না


বিখ্যাত মানুষদের
খুব কাছে যেতে নেই
পুড়ে ছাই হয়ে যেতে হয়
কিংবা ইচ্ছে করেই ছাই করা হয়


ধনী মানুষদের
কাছেও যেতে নেই
অবজ্ঞা আর অবহেলা নিয়েই ফিরতে হয়
নিশ্চিতভাবেই


ধনী এবং বিখ্যাত মানুষ
দুজনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য
ভিন্ন হলেও
কোথায় যেন একটা মিল আছে
একটা সাজোয্যতা আছে
বুঝতে পারি না


কখনো খুব কাছের মনে হয়
পরক্ষনের অনেক দূরের
আদতে অতোটাই দুরের
যতোটা কাছের মনে হয়
এক  ধরনের ইলুউসন বলা যায়


বিখ্যাত মানুষেরা
আড়ালবিহীন আড়ালে থাকে
সাধারন মানুষ বুঝতে পারে না
কাছে থেকেও অনেক দূরে থাকে
ভাবনাতেই আসে না
সীমাহীন এক সীমানায়
বিখ্যাত মানুষেরা নির্ভাবনায় থাকে


মার্চ ১৪, ২০২২
মিরপুর, ঢাকা