যখন আমি কিছু ভাবি না
তখনো আনমনে কিছু ভাবি
যখন আমি কিছুই দেখি না
তখনো আমি কিছু একটা দেখি
আবার যখন আমি কিছুই লিখি না
তখনো আমি কিছুই একটা লিখতেই থাকি


আমি যখন একা একা হাটি
অবিরত হাটতেই থাকি
স্তূপীকৃত স্মৃতিগুলো ক্ষনস্থায়ী আকারে আসে
পীড়া দেয় আবার উজ্জিবীত করে
চেতনাগুলো সামনে এগিয়ে দেয়
অগনিত ধ্যান এবং একাগ্রতা
মলিনতা ঘ্রাস করে


শুন্যতায় ডুবে থাকি
আবার সাহসের শব্দ চাবি খুলে দেয়
আকাঙ্খার ছাপি
জীবনের কাছে তখনও হার মানিনি
আঘাতের বিপরীতে সোজা হয়ে আবার দাঁড়াই
চারদিকে গুম-হত্যা, উপর্যুপরি নির্যাতন
অনিয়মের মধ্যেই নিয়মের লড়াই
বিমর্ষ অন্যমনস্কতা


প্রভু আরো আরো দাও আলো
দাও আরও চেতনা
নৃশংসতা গ্রাস করে প্রজন্মের সোনালি আকাশ
দুর্নীতির দাবদাহে জ্বলে পুড়ে ছারখার হয়
চোখ বোজা ক্ষমতার মসনদ
বিবাদের শেষে, ন্যুয়ে পরা বয়সের চাপে
পশিমমুখী দিন এবং রাতের বসবাস
চেতনার বদল হয়, পরিবর্তিত ভাবনায়
বিমর্ষ অন্যমনস্কতা স্থায়ী রূপ নেয়......


কক্সবাজার
মে ১০, ২০১৯