উত্তাল স্রোতে
খড়কুটো আঁকড়ে টিকে থাকা যায় কিছুক্ষন;
বেঁচে থাকা যায় কিনা, সন্দেহ থাকে
প্রতিক্ষন, নিঃশ্বাস থাকে যতক্ষণ।


অস্থি বিক্রির টাকায় মার্সিডিজের বায়না
প্রাপ্তি ও শর্তের বিপরীত ঘরানা;
আত্মগ্লানির বিমূর্ত প্রচ্ছায়া কেই দেখে
কেউ বা আবার দেখতে পায় না ।


আঙুল মেপে নদীর পানির ঠাওর
নীতিভ্রষ্ট বাস্তবতা কঠোর;
ছায়া প্রতিছায়ার যুদ্ধে দগ্ধ দিন
বিমূর্ত প্রচ্ছায়ায় রাত কাটে নিদ্রাহীন ।


জীবন মঞ্চে গড়িয়ে পড়ে দীর্ঘশ্বাস
অজানা শক্তির প্রতিনিয়ত আশ্বাস;
রাত্রি শেষে স্নিগ্ধ ভোরের বিশ্বাস
মাটির ঘরে যতক্ষণ বাতাসে ভাসে নিঃশ্বাস ।


মে ২৩, ২০১৮
কক্সবাজার