মুক্তির আর কোন পথ
খোলা নেই
সমাপ্তির টানে শূন্যের দিকে
তাকানো ছাড়া উপায় নেই


কতটা এলোমেলো হলে
জীবনকে জীবন বলে না
কতটা নিঃস্ব হলে
জীবন অনুভবে থাকে না


এক মুঠো রোদ ছুয়ে দেব বলে
অবিরাম যুদ্ধ চলে
প্রেতাত্মাগুলোর মুখোশ থেকে
দাম্ভিক হাসি ছড়ায় প্রতি বাঁকে


সব আয়োজন শেষে
নিঃস্বতা ভর করে অবশেষে
একাকীত্বের ডাক শুনে
শেষ পৃষ্ঠায় পেন্সিল স্কেচ আত্মখুনে


দারিদ্র্য রেখা, স্বপ্ন রেখা
ইচ্ছে রেখা
এবং রেখা থাকে ভালবাসাতে
সব রেখাই রূপ নেয় কস্ট রেখাতে


মিরপর, ঢাকা
অক্টোবর  ১২, ২০১৯