ভালবাসার অত্যাচার
সব সময় সুখের হয় না
এক সময় সন্দেহ প্রবণতায় রূপ নেয়
আত্মার বন্ধন ছিন্ন হয়
দহনের রক্ত লেপ্টে যায় জীবনের প্রতিক্ষনে


অফিস থেক ফিরতে
দেরী হলে
আতঙ্কিত হরে পরি
এই বুঝি শুরু হল সন্দেহ


মোবাইলের রিং টোন
সাইলেন্ট রাকি
আতঙ্কিত থাকি কোন নারী কন্ঠের
ফোন বেজে উঠলো কিনা


ম্যাসেজ বক্সের নোটিফিকেশন
বন্ধ রাখি
বার বার চেক করে দেখি
আবার কোন সন্দের দানা বাধবে মনে


নারী বন্ধু কিংবা কলিগ
কাউকেউ নিজের সময়ে রাখি না
এক কাপ কফির দাওয়াতও উপেক্ষা করি
সন্দেহের তীর তবুও মুক্তি মেলে না


মিরপুর, ঢাকা
জুন ২১, ২০২০