বিশ্বাস করার মতো
নির্বোধ প্রতিভা নিয়ে কেউ কেউ জন্মায় না
নিজেকে প্রতিভাধর দাবিদার;
আমি নিতান্তই নিরীহ, নির্বোধ
বিশ্বাসের বাজারে হাটি
অবিশ্বাসীদের বিশ্বাস দেখি


চারদিকে বিশ্বাসের বাজার
এক ঈশবরে বিশ্বাস নিয়ে ধর্ম পালন, দান সদগাহ
ক্ষমতার বিশ্বাসে অস্ত্র কেনা, ভোট চুরি
মেধার বিশ্বাসে আত্মঅহংকার
‘বিত্তে সুখ' বিশ্বাসে ঘুষ, অর্থ কেলেংকারী
মর্যাদার বিশ্বাসে পদ দখল


হাটে, বাজারে, স্কুলে, মাদ্রাসায়, বিচারালয়ে, অফিসে
ট্রেনে, বাসে, বিমানে, লঞ্চে
বিজ্ঞান নির্ভরতায়, বিজ্ঞান মনস্কতায়
বিশ্বাসে, অবিশ্বাসে, সংশয়ে
অন্ধ-বিশ্বাসে
আদতে সব কিছুই চলে বিশ্বাসে


দুর্দান্ত প্রতাপী মানুষ
ঈশবরের জানুর নীচে মুখ লুকোয়
নারীবাদির শেষ বিদায় হয়
মওলানার জানাজায়
নাস্তিকেরও কবর হয়, বিজ্ঞানের সুচিন্তিত তকমায়;
আধুনিকতার মোড়কে
প্রার্থনায় বসে নারী;
তবুও আমি এক নির্বোধ বিশ্বাসী


মিরপুর, ঢাকা
আগষ্ট ০৪,২০২২, রাত ১০টা