বিশ্বাসের বিশ্বাস নেই
ক্রমাগতই ভেঙে পড়ছে, প্রথিবীর নিয়মে;
সূর্য্য উদয় এবং অস্ত যায়
সঠিক বিশ্বাসে এবং আস্থায়;
কেবল মানুষ পারে না বিশ্বাস রাখতে
মানুষের সে ক্ষমতা নেই
দেয়া হয়নি।


বিশ্বাসহীনতায় আস্থা হারায়
আস্থাহীনতায় সম্পর্ক;
সস্পর্ক হারালে
একাকীত্বের জন্ম হয়!!
সুর্য ও চাঁদ সম্পর্কে সম্পর্কিত
কেউ কাউকে ছুঁয়ে দিতে পারে না
নিয়মের আবর্তে আবর্তিত হয় প্রতিদিন, যতক্ষন অস্তিত্ব আছে।


ঈশ্বর কৃতজ্ঞতায় তুস্ট হয়
খন্ড অংশ ছড়িয়ে দিয়েছেন পৃথিবীতে;
মানুষ কৃতজ্ঞতাকে তোষামোদে রূপ দেয়
কৃতজ্ঞতা আর তোশামোদ সমর্থক নয়
মানুষ সমার্থক করে তুলেছে।
যা কিছু বিপর্যয়
মানুষেরই সৃষ্টি; জ্ঞানের তুষ্টির গর্বভারে
ঈশ্বরের কোন দায় নেই।


নভেম্বর ১৭্‌২০২২, দুপুর ২টা
CQR অফিস, ঢাকা