বিশালতার সামনে ক্ষুদ্র স্বত্বা  দাড়িয়ে
বারবারই হোঁচট খায় ক্ষুদ্রতার কথা ভেবে;
সমুদ্রের গর্জন আর পাহাড়ের নীরবতা
মানুষকে ভাবায় নিজের খুদ্রতা আর হীনমন্যতা।


গতকালও দাড়িয়ে ছিলাম সমুদ্রের কাছে
ভাবছিলাম মানুষের গর্ব করার কি আছে !
আছড়ে পরা ঢেউয়ের শক্তি আর উন্মক্ততা
চাইলে মিনিটেই শেষ করতে পারে মানুষের দাম্ভিকতা।


গতবছর এসময় ছিলাম পাহাড়ের কাছে
এখানে মানুষের শিক্ষার অনেক কিছুই আছে;
পাহাড়ের উচ্চতা এবং নীরবতা
মানুষের কাছাকাছি পৌঁছানোর নেই ক্ষমতা ।


সমুদ্র আর পাহাড়, আমাকে খুব টানে
কিছু একটা বলতে চাই; নিজেই নিজের কানে;
নিজেকে শোধরাতে চাই, ক্ষুদ্রতার কথা ভেবে
অহংকার, দাম্ভিকতা কবর দিতে পারবো তবে ।


প্রতিবছর আমরা দুজন সমুদ্রের কাছে যাই
দুজনেই নিজেদের  ফিরে দেখতে চাই;
শিক্ষা নেই, আলোকিত হই, শোধরাতে রাখি না বাকি
পুরো বছর জুড়েই, একে অপরের অনুভবে থাকি ।


ডিসেম্বর  ০৪.১২.২০১৭
কক্সবাজার