বিষণ্ণ এক যুবক, জীবনকে তীব্র সন্দিহান চোখে দেখে, ঘাত প্রতিঘাতে মাঝে মাঝেই খেই হারিয়ে ফেলে আবার নুতন করে শুরু করে। শুরু করতে করতে মানুষের আমনবিক আচরনে রুষ্ট হয়ে আবার পিছিয়ে পড়ে। বার বার জীবনের কাছে আত্মসমর্পণ করে, ফেলে আসা দিনের কাছে নিজেকে সমর্পণ করে, আশ্রয় খোঁজে । ঈশ্বরকে অপার মহিমা উপভোগ করে আবার ঈশ্বরের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে। তীব্র এক দহনে নিজেকে আবিষ্কার করে জীবনের মধ্য বয়সে, সব ছেড়ে পালাতে চায় কিন্তু পেরে উঠে না, নিজের তৈরি করা বন্ধনগুলোয় আঁকড়ে থাকে সারাক্ষন।


প্রেম তার কাছে ঈশ্বরের এক মুগ্ধকর সৃষ্টি, বিস্ময়!! প্রেমকে নিজের মত করে ব্যাখা করতে চায় কিন্তু প্রেমের ছন্নছাড়া বাঁধন আবারও তাকে প্রশ্নের সম্মুখীন করে। উত্তর মেলে না, অভিমানে, দহনে নিজেকে পোড়ায়। প্রেমের কাছে, প্রেমিকার কাছে ফিরে যায় একবার নয়, বার বার। অন্তহীন বিষণ্ণতায় ভোগে , প্রায়শ্চিত্তের দাগে নিজেকে অবিস্কার করে, কষ্টগুলো বুক পকেটে রাখে, একাকিত্তের যন্ত্রণায় ভোগে, প্রকাশ করতে পারে না ।


অবশেষে প্রথম প্রেম, দেবী’র কাছেই আত্মসমর্পণ করে, নিজের জীবনের স্কেচ করতে শুরু করে……


অক্টোবর ০৮, ২০১৮
কক্সবাজার