বিভ্রান্তি
     -সরদার আরিফ উদ্দিন


এত বিভ্রান্তি নিয়ে জীবন চলে না;
তুমি আমি মানি না, তাতে কিছুই যায় আসে না ।
পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্র নীতি, আরও কত কি !
সময় বদলায়, নীতি কখনও ছাড় দেয়;
আবার টুটি চেপে বলে, নীতিতেই মাথানত, নীতিতেই পরাজয়।


সামন্তবাদ, সাম্যবাদ, সম্রাজ্যবাদ, পুজিবাদ, নারীবাদ;
আবার আমাদের দেশে আছে, মুজিব বাদ;
বাদে বাদে বাদানুবাদ;
দিক শুন্য নুতন প্রজন্ম, কেবলই  বিভ্রান্তির আবাদ।


ধর্মের বানী, ধর্মের শাসন আবার ধর্মেরই আগ্রাসন;
দেশে দেশে হানাহানি, রক্তপাত, ধর্মেরই অনুশাসন ।
আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া কিংবা মায়ানমার;
নীতি আছে, ধর্ম আছে, পরাজয় কেবল মানবতার ।


মানুষের  তৈরি নীতি কিংবা ধর্মের বানী;
দুটোরই চর্চা চলে সমান তালে, আজীবন চলবে  তাও মানি;
মানবতার জয় না হলে, জীবনটাই বিফল, সবাই জানি;
এসকল বিভ্রান্তি নিয়েই নুতন প্রজন্মমের কানাকানি, কান পেতে শুনি।


বিভ্রান্তি তৈরি করি, চর্চা করি, দেশে দেশে নানাভাবে;
মানুষ হয়ে উঠি না, সহাভুতির অভাবে;
শাসন চাই, শোষণ চাই, অবিভাবক হতে চাই;
নীতি কিংবা ধর্মের বানী, ঢাল হিসেবেই পাই।
০৭।০৯।২০১৭