বছরের শেষ দিন
সবাই নানা রকম উচ্ছাসে থাকে
নানা আয়োজনে নিজেদের ভরপুর রাখে
নুতন বছরের শুভেচ্ছা জানাতেই থাকে


আমার কোন ইচ্ছাস থাকে না
হিসেব মেলাতে ইচ্ছে জাগে না
কোন হিসেব ছিল কিনা মনে পরে না
কালের গর্ভে হারিয়ে যাওয়া একটি দিন আজও ভুলি না


নুতন বছরকে স্বাগত জানানোর আয়োজনে
কত উচ্ছিষ্ট খাবার থাকে ডাস্টবিনে
কোন এক যুবককে দেখেছিলাম এইদিনে
ক্ষুধার যন্ত্রণায় ঘুমিয়েছিল রেলস্টেশনে এক কোণে


উদ্যম নৃত্যে আনন্দ ধারা
কোটি টাকা ব্যয়ে উচ্ছাসের ফোয়ারা
মানবানুভূতি এদিনে থাকে বড়ই বেয়ারা
আমার আর শুভেচ্ছা জানানো হয় না, কেবল পেছনে ফেরা


নুতন বছরের প্রত্যাশা, গেল বছরের কীর্তি
সবই প্রকৃতির নিয়ম নীতি
মানুষের মানবিকতায় নেই কোন ক্ষতি
আমি বার বার একটি দিনেই আটকে থাকি


ঢাকা
ডিসেম্বর ৩১, ২০১৮