বদলে যাবার আগে
চিরতরে হারিয়ে যাবার আগে
আমার কামরাটার দিকে
আরো একবার তাকিয়েছিলাম
হতাশার খাঁচার মতন
তীব্র একাকীত্বের জানালা ভেদ করে
তখনো সুর্য্যের আলো
কিছুটা আসছিলো


মরীচিকার পেছনে ছোটার মতোই
তখনো আমি ছূটছিলাম
তখনো অপেক্ষায় ছিলাম
তীব্র দহন আর প্রত্যাশা দুটো নিয়েই
নির্মোহ সময়ের উপেক্ষায়
সজ্ঞানেই একটি সিগারেট ধরাই
বাকীটা সময় ধোয়ায় আচ্ছন্ন থাকুক


কারোরই কোন ক্ষতি হবে না
আমারও হবে না
ঈশ্বরের ক্ষতি হবার কোন প্রশ্নই আসে না
শুধু জীবনটা একটু আঁতকে উঠবে
এটুকুই যা ক্ষতি!!!


অক্টোবর ০২, ২০২১
বাগেরহাট
রাত ১১টা