অভিযোগ আর অভিমানের
পালা শেষ হয়ে যাবে একদিন নিশ্চিত
কিন্তু তার মাঝে হারিয়ে যাবে অনেকটা সময়
বদলে যাবে অনেক কিছু
তুমি কিংবা আমি
নিয়ন্ত্রনহীন এই আমরা

জীবনকে শক্ত করে জড়িয়ে ধরার
সক্ষমতা সবার থাকে না
সময়ের রস নিঙরে উপভোগের যাত্রায়
সবাই পারঙ্গম হতে পারে না
হৃদপিণ্ডের ঘড়ি একদিন থেমে তো যাবেই
হয়তো ফিরেও আসবে, শুধু বদলে যাবে অনেক কিছু


শুন্যতায় উদগীরিত লাভা
পূর্নতাকে পাশ কাটায় অবলীলায়
সময়ের আহবান অসময়ের দীর্ঘ পরিক্রমা
পাখির পালক খসে গেলে
উড়ে গিয়ে পড়ে দূরে কোথাও
মানুষের হৃদয় থেকে হৃদয় খসে গেলে?


মানুষ মুলত একা বলেই সে একা নয়
একা নয় বলেই সে বারবার একা হয়
যেখানে ফুরোয় সব লেনদেন
সব ভাল লাগে যায় থেমে
নির্জনে মুখ লুকোয় পৃথিবীর সব ভুলে
সব বদলে গিয়ে স্মৃতির ধুলো দেয় তুলে


মিরপুর, ঢাকা
অগাস্ট ১৪,২০২০