বরফের মতো হিম
ছাইয়ের মতো ধূসর কথার স্রোত
ভেসে বেড়ায় এখানে সেখানে
আমি বিভ্রান্ত হয়ে যাই


পশুসুলভ এই সমাজ ব্যবস্থায়
মানুষকে বাধ্য হয়ে আপনা থেকেই
জানোয়ার হতে হয়
দেখে দেখে আমি বিভ্রান্ত হয়ে যাই


চোখে জ্বলে আগুনের ফুলকি
হৃদয়ে তোলপাড়
কিন্ত শীতল, নিস্তব্ধ
আমি ক্রমাগতই বিভ্রান্ত হয়ে যাই


মিরপুর, ঢাকা
নভেম্বর ২২, ২০২১
রাত ১২টা