বৃদ্ধাশ্রম বিতর্ক আর শেষ হল না
ইমশোন আর বাস্তবতার সংযোগ হল না;
তর্কে বিতর্কে চলি বহুদূর
মানুষগুলো অপেক্ষায়, শূনতে চায় একই সুর।


আমার বাবা-মা আমিই দেখবো
সমস্যা কি, না হয় একটু রাতেই বাড়ি ফিরবো;
ছুটির দিনে বাচ্চাদের নিয়ে একটু ঘুরবো
তাদের জন্য একটি রুম পুরোটাই ছাড়বো ।


শুধু থাকার জায়গা, খাবার পেলেই হবে?
কথা বলার মানুষ চাই, অপেক্ষা কবে ফুরবে?
ঘুমের আগে না হয় ২ মিনিট দেখা দিবে
বলা যায় না, সপ্তাহ কিংবা মাস পার হবে।


বাবা- মা বৃদ্ধাশ্রমে  থাকবে !! তা হয় না;
ইমশোন, আবেগ বাদ দিয়ে জীবন চলে না।


বাবা- মা বৃদ্ধাশ্রমে গেলে
লোকে আমায় অ-মানুষ বলবে;
আঙ্গুল উচিয়ে বলবে, লোক ডেকে দেখাবে
সমাজে আমার মান সম্মান পুরোটাই  যাবে ।


ইমশোনের দোহাই নাকি সমাজের ভয় !!!
মেনে নিলে করতে পারি ভয়কে আমারা জয়;
খারাপ লাগলে, বৃদ্ধাশ্রম না বলে, অন্য নাম বলি
সবাই মিলে তাদের জন্য, সুন্দর আবাস গড়ি।


আমার থেকে দূরে নয়, আমারই খুব কাছে
থাকবে শুধু তারা যা চায়, তেমন পরিবেশে;
যে নামেই ডাকি, অবহেলা থেকে তাদের দূরে রাখি
তর্ক না করে, সমাধান হবে, যদি একই সুরে থাকি।


অক্টোবর ১৬, ২০১৭