বাইরে ঝুম ঝুম বৃষ্টি ;
জানালার গ্রিল গড়িয়ে
অবারিত দিগন্তে দৃষ্টি
হঠাৎ উত্তাল উন্মাদনার আবহ মিষ্টি
চিলেকোঠার ঐ ছাদে ভেজা,
বিধাতার এক অপূর্ব সৃষ্টি


চোখের সামনে ভাবনা;
ছড়িয়ে আছে
জড়িয়ে আছে
মুগ্ধতা আছে
নান্দনিকতা আছে
হাতছানি আছে


দুরত্তের দূরত্তে থাকা ভাবনা;
শিহরিত করে
আন্দোলিত করে
বিমোহিত করে
অভিমানী করে
আবার তাকিয়ে থাকার আকর্ষণ তৈরি করে


বৃষ্টি ভেজা ভাবনা;
স্থির করে দেয়
হৃদস্পন্দন বাড়িয়ে দেয়
এলোমেলো করে দেয়
পলক ফেলতে ভুলিয়ে দেয়
আবার কি এক বেদনায় বিমর্ষ করে দেয়


অল্প কিছুক্ষনের ভাবনায়;
ভিন্নজগতে থাকি
আনমনে থাকি
কিছু থাকবে বাকি
হয়তো কিছুটা ফাঁকি
তারপরও ভাবনাতেই থাকি


স্বল্প সময়ের বৃষ্টি শেষে;
কিছুটা উন্মাদনা
ফিরে আসার তাড়না
অবাস্তবতার বাহানা
হারিয়ে ফেলার যাতনা
জানলাম মেয়েটির নাম “ভাবনা”


কক্সবাজার
জুন ২১, ২০১৯