বৃত্ত বন্দী
   -সরদার আরিফ উদ্দিন


বৃত্তের সীমাবদ্ধতা থাকে
হতে পারে আকার ছোট বড়
ঘুরে ফিরে একই বিন্দুতেই জড় কর
শেষ বিচারে, সেটাই মান্য কর ।


সমান্তরাল রেখার সীমানা নেই বলা
পছন্দের ছন্দে অবিরাম চলা
নেই কোন কৌশল, ছলা কলা
প্রয়োজন নেই অবাধ্য নীতির তোয়াক্কা করা ।


আকারে বড় বৃত্ত, সুবিধে বেশি
নিজের বৃত্তে ঘোরাফেরা যেমন খুশি;
ছোট বৃত্তের জায়গা কম, অনেক বিপদ
বড় ছোট’র্র মিল কেবল পরাধীনতার আপদ ।


২৬.০৯.২০১৭